Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপারিশগুলো অধ্যাদেশ অনুযায়ী বাস্তবায়নের জন্য আলাদা করা হয়েছে: আলী রীয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ১৫:০০ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৬:৪৬

ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত ব্রিফিংয়ে।

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার কীভাবে পদক্ষেপ নিতে পারে, সেই দিকনির্দেশনা কমিশন সুস্পষ্টভাবে দিয়েছে। কোন সুপারিশগুলো অধ্যাদেশের মাধ্যমে এবং কোনগুলো আদেশ (অর্ডার) জারি করে বাস্তবায়ন করা যাবে—তা আলাদা করে উপস্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অধ্যাপক রীয়াজ বলেন, “কিছুক্ষণ আগে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করা হয়েছে। আজকের মধ্যেই যেসব রাজনৈতিক দল এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরও আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ছয়টি সংস্কার কমিশনের মোট ১৬৬টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে তৈরি করা হয়েছে। প্রায় ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে এসব প্রস্তাব চূড়ান্ত করা হয়। রাজনৈতিক দলের মতামত, বিশেষজ্ঞদের পরামর্শ ও কমিশনের সদস্যদের অভিজ্ঞতা মিলিয়ে এই সুপারিশমালা প্রস্তুত করা হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশন জানায়, সংবিধান বিষয়ে ৪৮টি পরামর্শ দেওয়া হয়েছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার রূপরেখার অংশ হিসেবে বিবেচিত হবে।

এর আগে, সোমবার ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জুলাই সনদের বাস্তবায়ন রূপরেখা চূড়ান্ত হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর