Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ডিসিসিআই’র মধ্য সমঝোতা স্মারক সই

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ১৭:১৬ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৮:৫৬

ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ডিসিসিআই’র মধ্য সমঝোতা স্মারক সই – (ছবি: সংগৃহীত)

ঢাকা: পুঁজিবাজারের স্বচ্ছতা ও সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা জোরদার করতে যৌথভাবে কাজ করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

এ লক্ষ্যে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর খিলক্ষেতে ডিএসই টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসই ও ডিসিসিআই একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।

ডিএসই চেয়ারম্যান মোমিনুল ইসলাম ও ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে সই করেন।

ডিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সমঝোতা স্মারক অনুযায়ী, ডিসিসিআই ও ডিএসই পুঁজিবাজারের স্বচ্ছতা, সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগকারীর আস্থা জোরদারের লক্ষ্যে যৌথভাবে গবেষণা, সেমিনার, সিম্পোজিয়াম ও নীতি সংলাপ আয়োজন করবে। পাশাপাশি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের মূলধন বাজারে অংশগ্রহণ সহজতর করতে সচেতনতামূলক কার্যক্রম ও সহজ মানদন্ড প্রণয়নে এ অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, এ সমঝোতা স্মারক দুটো প্রতিষ্ঠানের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, উদ্ভাবন ও সহযোগিতার মাধ্যম, যা বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি আরও সুদৃঢ় করার একটি যৌথ অঙ্গীকার। এই সহযোগিতার মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা হবে, যা পুঁজিবাজার ও বেসরকারিখাতের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে, বিশেষ করে এসএমই উদ্যোক্তাদের আর্থিক সংস্থান প্রাপ্তিতে সহায়তা করবে, যা টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করবে এবং জাতীয় উন্নয়নে আরও কার্যকর অবদান রাখতে সহযোগিতা করবে।

ডিএসই চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, এ স্মারকের মাধ্যমে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা এবং পুঁজিবাজার উন্নয়নে সহায়ক নীতিমালা প্রণয়নের কাজ সহজতর হবে। এসএমই উদ্যোক্তারা পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে ভালো ভাবে অবগত নয়, দুটো প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তারা সেমিনার, কর্মশালা ও অন্যান্য আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে তালিকাভুক্তির প্রক্রিয়া ও ডিএসই’র দেওয়া সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারবেন।

বিজ্ঞাপন

আবার ব্যাংকে ফিরছে নগদ টাকা
২৮ অক্টোবর ২০২৫ ১৮:২৫

আরো

সম্পর্কিত খবর