রাজবাড়ী: জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর নির্দেশনায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীতে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজবাড়ী শহরের আজাদী ময়দানে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মেজাদ্দেদীর ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল।
জনসভাতে রাজবাড়ী পৌর জাকের পার্টির সভাপতি মো. সহিদুল ইসলাম সহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা জাকের পার্টি পশ্চিমের সভাপতি ও রাজবাড়ী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলী বিশ্বাস (কাঞ্চন), বিশেষ অতিথি হিসেবে জেলা জাকের পার্টি পূর্বের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম মিয়া বক্তব্য দেন।
রাজবাড়ী জেলা জাকের পার্টির পশ্চিম দপ্তর সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক ও জেলা ছাত্রফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাজিব হোসেনের সঞ্চালনায় জেলা জাকের পার্টির পূর্বের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মোল্লা, জেলার পূর্বের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম মিয়া, জেলা শাখার পশ্চিমের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, জাকের পার্টির জেলা শাখার পশ্চিমের সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়নপ্রত্যাশী মীর রফিকুল আলম রাফু, প্রচার সম্পাদক মোশাররফ ফকির,সহ দপ্তর সম্পাদক গোলাম মহিউদ্দিন সরকারসহ অনেকেই বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জাকের পার্টির পশ্চিমের সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস (কাঞ্চন) বলেন, আগামী জাতীয় নির্বাচনে সবাই গোলাপ ফুল মার্কায় ভোট দিবেন। গোলাপ ফুল শান্তির প্রতীক এবং ইসলামের প্রতীক। জাকের পার্টি নির্বাচিত হলে দেশে শান্তি ফিরে আসবে। জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে শান্তি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের সুযোগ দিতে হবে।
তিনি বলেন, ‘গত ৫৪ বছরের এদেশের রাজনীতিতে কোনো পরিবর্তন আসে নাই। ৫৪ বছরে সংসদে অনেক নেতাদের পাঠিয়েছি। কিন্তু সংসদে তারা আমাদের কথা বলেনি। তাদের ভাগ্যের পরিবর্তনের হলেও আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারা শ্রমিকদের কথা ভাবেনি, মজলুমদের কথা ভাবেনি। কিন্তু, এখন সময় এসেছে সাধারণ মানুষের কথা ভাবার। তাই আগামী নির্বাচনে জাকের পার্টিকে ক্ষমতায় আনতে হবে। জাকের পার্টি মাঠে নেমেছে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য।’
তিনি আরও বলেন, রাজনীতির নামে বিশৃঙ্খলা নয়, নৈতিকতা, শান্তি ও মানবতার রাজনীতি প্রতিষ্ঠাই জাকের পার্টির মূল লক্ষ্য। এসময় তিনি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং দেশে স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যার পর একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।