সরকারি তিতুমীর কলেজের অপরাজিতা হল এবং সিরাজ ছাত্রীনিবাসে খাবারে পোকামাকড় ও মানহীন খাদ্য পরিবেশনের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, হলে প্রতিদিনের খাবারে পাওয়া যাচ্ছে মাছি, তেলাপোকা, এমনকি অজানা প্রজাতির নানা পোকাও। এতে চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় খাবারের মধ্যে বিভিন্ন রকমের পোকামাকড় পাওয়া যাচ্ছে এবং নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। ভাতের মধ্যে পোকা, তরকারিতে তেলাপোকা, মাছি পাওয়া এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এছাড়াও, অপরাজিতা ছাত্রীনিবাসের ক্যান্টিন পরিচালক জাকির হোসেনের বিরুদ্ধে খাবারের মান রক্ষা না করা এবং শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ রয়েছে।
শিক্ষার্থীরা আরো অভিযোগ করেছেন, সিনিয়রদের ভয় এবং হল সুপার কর্তৃপক্ষের উদাসীনতার কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। এতে সমস্যা দীর্ঘদিন ধরে চললেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এই বিষয়ে জানতে চাইলে অপরাজিতা ছাত্রীনিবাসের ক্যান্টিন পরিচালক জাকির হেসেন বলেন, ‘বিষয়টা ইচ্ছাকৃত না, নতুন ভবন রান্নায় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয় পোকা পড়ার সম্ভাবনা নাই। রান্নার পর যেখানে খাবার রাখা হয় সেখানে ২৪টার মত পাখা চলে। হয়তোবা বাতাসে কোন পোকা উড়ে পড়তে পারে। যখন আমাদের কাছে নিয়ে আসে তখন আমরা ডাল রেখে টাকা ফেরত দিয়ে দেই।’
খারাপ ব্যবহার করার বিষয়য়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ইচ্ছাকৃত কারো সাথে খারাপ ব্যবহার করিনি । অনেক মানুষ একসাথে থাকে। মেয়ে মানুষ কন্ট্রোল করতে একটু সমস্যা, তাই হয়তো অনিচ্ছাকৃত খারাপ ব্যবহার হতে পারে।’ তিনি আরো বলেন, মেয়েদের হল ডাইনিং এ কোন সমস্যা হলে মেয়েরা ছেলেদের হলে কল দেয়। যাতে বিশৃঙ্খলাটা বাড়ে। হলে ম্যাম আছে দায়িত্বশীল আছে তাদেরকে মেয়েরা জানায় না।
এই বিষয়ে জানতে চাইলে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ বলেন, ‘এটি নিয়মিত কোনো ঘটনা নয়। পোকা পাওয়ার বিষয়টি জানার পর আমি দায়িত্বপ্রাপ্ত ম্যাডামকে ফোন দিয়েছিলাম। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অপরাজিতা ছাত্রীনিবাসের হল তত্বাবধায়ক মুর্শিদা জাহান বলেন, ‘আমি এই বিষয়ে কিছু জানিনা। আমি আজকে সারাদিন কলেজে ছিলাম কেউ তো আমার কাছ কিছুই অভিযোগ জানায়নি। বিষয়টি আমি তোমার থেকে জানতে পেরেছি। আমি সম্পূর্ণ বিষয়টি জানার চেষ্টা করছি তারপর ব্যাবস্থা নিবো।’