Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ডোমারে জামায়াতের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ২২:৩৩

নীলফামারী: ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত লগি-বৈঠার নারকীয় হত্যাকাণ্ডের বিচার দাবিতে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখার উদ্যোগে ডোমার বাজারস্থ উপজেলা জামায়াতের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার রেলগেট মোড়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম এর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা যুব বিভাগের সভাপতি মো. সোহেল রানা ও উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হাফেজ আব্দুল হক।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার নির্দেশে ১৪ দলীয় জোটের সন্ত্রাসীরা জামায়াত-শিবিরের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে লগি-বৈঠা দিয়ে ছয়জন নেতা-কর্মীকে হত্যা এবং শতাধিককে আহত করেছিল। তারা বলেন, ইতিহাসের এ নৃশংস হত্যাযজ্ঞ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত।

বক্তারা অবিলম্বে এ মানবতাবিরোধী অপরাধের বিচার ও জড়িত আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটভুক্ত দলগুলোকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে  বলেন, ২০০৬ সালের সেই ঘটনার ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়ায় দেশে দমন–পীড়ন, গুম, খুন ও গ্রেপ্তার–বাণিজ্যের সংস্কৃতি এখনো বিদ্যমান রয়েছে। বক্তারা ‘খুনি ফ্যাসিবাদী গোষ্ঠীগুলোকে বাংলার জমিনে রাজনীতি করতে না দেওয়ার’ আহ্বান জানান এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর