ব্রাহ্মণবাড়িয়া: ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে সংগঠনের এক সদস্যের ওপর টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ এবং ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট ব্ল্যাকিং বন্ধের দাবিতে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিনিধি শেখ আরিফ বিল্লাহ আজিজী এবং সঞ্চালনা করেন মোহাম্মদ সাবের হোসাইন।
সমাবেশে বক্তব্য দেন সাহিল আহমেদ, রেড জুলাইয়ের সভাপতি সুলতান নাঈম, হেল্পলাইন কমিউনিটির সভাপতি মো আয়মান, হেল্পলাইন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি গোলাম কিবরিয়া মুন্না।
বক্তারা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারিদের নিয়ন্ত্রণে চলে গেছে। সাধারণ যাত্রীরা নিয়মিতভাবে হয়রানির শিকার হলেও প্রশাসনের কার্যকর তৎপরতা চোখে পড়ে না।
ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এখন টিকিট কালোবাজারিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই সিন্ডিকেটের পেছনে কিছু প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছেন। তাদের দ্রুত আইনের আওতায় না আনলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।’
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা টিকিট কালোবাজারি বন্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।