Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে দায় আপনাকেই নিতে হবে— প্রধান উপদেষ্টাকে ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৫:৫৯ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৬:৪৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সরাসরি সতর্কবার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, আপনি জনগণের কাছে ওয়াদাবদ্ধ যে সত্যিকার সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। যদি এই প্রতিশ্রুতি থেকে বিচ্যুতি ঘটে, তার দায় আপনাকেই নিতে হবে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রণীত সুপারিশমালার ওপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, “আমরা চাই, সব দলের মতামতের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়া চূড়ান্ত হোক এবং যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হোক। সেই নির্বাচনের মধ্য দিয়েই জনগণের প্রতিনিধিত্বমূলক একটি পার্লামেন্ট গঠিত হবে, যেখান থেকে দেশের সংকটগুলোর সমাধান আসবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আজ যদি আপনি এই প্রতিশ্রুতি থেকে সরে যান, তাহলে জনগণ আপনাকে ক্ষমা করবে না। দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করছে— তারা কোনো প্রতারণা সহ্য করবে না।”

সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, চর্চা ডটকমের সম্পাদক সোহরাব হাসান, লেখক এহসান মাহমুদ এবং সাংবাদিক শাহনাজ মুন্নী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রকাশিত সংস্কার ও নির্বাচন বিষয়ক সুপারিশমালা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বিএনপি ও বেশ কয়েকটি দল কমিশনের প্রস্তাবকে “অসম্পূর্ণ ও পক্ষপাতদুষ্ট” বলে সমালোচনা করছে, অন্যদিকে সরকারপন্থী দলগুলো একে “ইতিবাচক অগ্রগতি” হিসেবে দেখছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর