ঢাকা: প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে গণঅধিকার পরিষদ। বৈঠকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সিইসির সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সিইসির সঙ্গে ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত রয়েছেন। এ ছাড়া ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাএ বৈঠকে রয়েছেন।
জানা গেছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটসহ নানা ধরনের বিষয়ে কথা বলবেন গণঅধিকার পরিষদের নেতারা।