রাজবাড়ী: জেলার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালিতলা এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দকৃত জাল পোড়ানোর সময় আগুনের ফুলকিতে দগ্ধ হয়েছে ১০ বছরের শিশু মোস্তফা রুহুল। গত ২৩ অক্টোবর বিকেলে এ ঘটনা ঘটে। বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে সে চিকিৎসাধীন।
আহত শিশু মোস্তফা ড্রাই আইস ফ্যাক্টরি এলাকার মেহেদীর ছেলে। সে চর নারায়ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গুরুতর দগ্ধ অবস্থায় শিশু মোস্তফা বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালের সার্জারী ওয়ার্ডে কাতরাচ্ছে।
রুহুলের বাবা মেহেদী বলেন, ‘আমার ছেলে নানুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। বিকেলে জাল পোড়ানো দেখতে গিয়ে হঠাৎ আগুনের ফুলকি বোতলে ঢুকে বিস্ফোরণ ঘটে। এ সময় আমার ছেলের জামায় আগুন ধরে যায়। সে নদীতে ঝাঁপ দিয়ে কোনোমতে বেঁচে যায়।’
তিনি আরও বলেন, ‘ওই সময় ইউএনও, মৎস্য কর্মকর্তা, সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত ছিলেন। কর্মকর্তারা ডিজেল শেষ হয়ে গেলে বোতলে পেট্রোল ঢেলে জালে আগুন দিচ্ছিলেন। অসর্তকতার কারণেই দুর্ঘটনাটি ঘটে। আমি চাই, আমার ছেলের সঠিক চিকিৎসা হোক।’
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের সার্জারী ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স পূর্নিমা বলেন, শিশুটির চিকিৎসা চলছে। তবে তার সার্বিক অবস্থা সম্পর্কে চিকিৎসক ভালো বলতে পারবে।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক জানান, ‘আমরা শিশুটির চিকিৎসার সার্বিক খোঁজ নিচ্ছি। হাসপাতাল তত্ত্বাবধায়ককে বিশেষভাবে বিষয়টি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।’
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান বলেন, ‘শিশুটির শরীরের ৬ থেকে ৮ শতাংশ পুড়ে গেছে। আজ অপারেশন থিয়েটারে নিয়ে ড্রেসিং করা হবে। তার অবস্থা এখন নিয়ন্ত্রণে, রাজবাড়ীতেই চিকিৎসা সম্ভব।’