কুষ্টিয়া: “মরার আগে একবার তারেক রহমানকে দেখতে চাই, কথা বলতে চাই একটাবার”—এমন আবেদন জানিয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশন চত্বরে অবস্থান নিয়েছেন এক বৃদ্ধা নারী। পরে স্থানীয় বিএনপি নেতাদের আশ্বাসে স্থান ত্যাগ করেন তিনি।
জানা যায়, ওই বৃদ্ধার নাম মোছা. সাহারুন খাতুন (৭৫)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী।
দুপুরে কুষ্টিয়া কোর্ট স্টেশন প্ল্যাটফর্মে পাটি পেতে বসেছিলেন তিনি। পেছনে টানানো ছিল তারেক রহমানের ছবিসহ ব্যানার। যেখানে লেখা ছিল, “আমার শেষ ইচ্ছে মরার আগে একনজর তারেক জিয়াকে দেখতে চাই, কথা কইতে চাই একটাবার।”
স্টেশনে উপস্থিত লোকজন জানান, দুপুর থেকে বৃদ্ধা সেখানে বসে ছিলেন। তাকে ঘিরে কৌতূহলী জনতা ভিড় করেন। সাহারুন খাতুন বলেন, “আমি একবার লক্ষ্মীপুরে বিএনপির সভায় যাই। সেখানে তারেক জিয়ার নাম শুনেই তার প্রতি ভালোবাসা জন্মায়। জীবনের শেষ সময়ে তার সঙ্গে একবার দেখা করতে চাই, এটাই আমার শেষ ইচ্ছা।”
তিনি আরও বলেন, “ছেলে-মেয়েদের বলেছি, দেখা না করে এখান থেকে যাব না। সকাল ১০টা থেকে বসে আছি, যতক্ষণ না দেখা হবে আমি এখানেই থাকব।”
এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “বিষয়টি জানার পর আমরা স্টেশনে যাই। তিনি অনড় ছিলেন। পরে তাকে বোঝানো হয় তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে আছেন, নির্বাচনি কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এক মাস পর দেশে ফিরলে ভিডিও কলে কথা বলার সুযোগ করে দেওয়া হবে বলে আশ্বাস দিলে তিনি স্থান ত্যাগ করেন।”
স্থানীয়রা জানান, লক্ষ্মীপুরে বিএনপির এক মহাসমাবেশে অংশ নেওয়ার পর থেকেই তারেক রহমানের প্রতি গভীর ভালোবাসা তৈরি হয় সাহারুন খাতুনের মনে। সেই ভালোবাসাই তাকে এই আবেগঘন অবস্থানে নিয়ে আসে।