Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভোটের আগেই বিএনপির ‘না’ ভোট

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৫:৩২ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৭:০২

বিএনপির নেতাকর্মীদের ‘না’ লেখা ফেসবুক পোস্ট।

ঢাকা: ঐকমত্য কমিশন প্রণীত সুপারিশমালায় প্রস্তাবিত গণভোট আয়োজনের আগেই ‘না’ ভোট দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

বুধবার দিবাগত রাত ১২টার পর থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশের জাতীয় পতাকার লাল অর্ধবৃত্তাংশের ওপরে ‘না’ শব্দটি যুক্ত করে ছবি পোস্ট করতে দেখা যায়।

মাগুরা জেলার বিএনপি আহ্বায়ক আলি আহমেদ রাত ১২টা ১মিনিটে নিজের ফেসবুক ওয়ালে চিহ্নিত ছবির সঙ্গে নির্বাচনের আগে গণভোটের আয়োজনকে একটি নীলনকশা বলে উল্লেখ করে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তিনি লিখেছেন, ‘দীর্ঘ দেড়যুগ গণতন্ত্র রক্ষার যে আন্দোলন-সংগ্রাম করে আসছি, সেই গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার জন্য পরিকল্পিতভাবে দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তারই অংশ হিসাবে নির্বাচনের আগে গণভোটের একটি নীলনকশা চালানো হচ্ছে। আমরা নির্বাচনের আগে কোনো গণভোট চাই না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা গণতান্ত্রিক সরকার দেখতে চাই। বাংলাদেশ আমার অহংকার। ভোট আমার অধিকার।’

বিজ্ঞাপন

অন্যদিকে, জাতীয়তাবাদী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক রাব্বি নিজের ফেসবুক ওয়ালে একই আদলের ছবি যুক্ত করে ‘নির্বাচনের পূর্বে আমরা গণভোট চাই না’ লিখে রাত সাড়ে ১২টার দিকে দুটি পোস্ট দিয়েছেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

নিজের কাজ, নিজের পরিচয়
৩০ অক্টোবর ২০২৫ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর