ময়মনসিংহ: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে মিছিল ও সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জননেতা নাসের খান চৌধুরীর আহ্বানে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর বিএনপির উদ্যোগে মাজার বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কানুরামপুর খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে গ্রামীণ সংস্কৃতি লাঠি খেলা, ঢাক-ঢোল, ব্যানার ফেস্টুন ও প্লের্কাড নিয়ে উৎসব মুখর পরিবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
সমাবেশ দলীয় নেতা-কর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের পছন্দশীল প্রার্থী শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর বীরমুক্তিযোদ্ধা চারবারের সাবেক সংসদ সদস্য মরহুম খুররম খান চৌধুরীর একমাত্র ছেলে নাসের খান চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আকুল আহ্বান জানিয়েছেন। প্রিয় নেতাকে দলীয় মনোনয়ন দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নান্দাইল আসনটি বিএনপিকে তারা উপহার দিতে পারবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।