Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংসদ নির্বাচনের পর আমরা গণভোটের চিন্তা করব’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৭:৩৪ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৭:৩৭

বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট আহমেদ আযম খান। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘গণভোট হতে পারে নির্বাচনের পরে। নির্বাচিত সংসদে এই জুলাই সনদের বিষয়ে আমরা যে এজেন্ডাগুলোতে সবাই একমত হয়েছি, সেই এজেন্ডাগুলো পাশ হওয়ার পরে গণভোট অনুষ্ঠিত হতে পারে। তখন সবাই এটাকে সমর্থন করবে।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের বাসাইল বাসস্ট্যান্ডে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের অর্থনীতি, সমাজনীতি, গণতন্ত্র, বিনিয়োগ ও দেশের সার্বিক উন্নয়নের জন্য সংসদ নির্বাচন ছাড়া এই মুহুর্তে জাতির আর কোনো এজেন্ডা নেই। সামনে একটাই এজেন্ডা ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনের পর আমরা গণভোটের চিন্তা করব। এর আগে যারা গণভোট চায়, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়, নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। তারা দেশের স্বাধীনতা, গণতন্ত্র, বিনিয়োগ, অর্থনীতি-এগুলোকে চিন্তা না করে নিজের স্বার্থে চিন্তা করছে।’

বিজ্ঞাপন

আহমেদ আযম খান বলেন, বিএনপির মনোনয়ন চূড়ান্ত পর্যায়ে। খুব শিগগিরই বিএনপি তাদের মনোনয়ন তালিকা প্রকাশ করবে।

আহমেদ আযম খান আরও বলেন, ‘আমাদের নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক জিয়া দেশে আসার জন্য মুখিয়ে আছেন। আমরাও সারা বাংলাদেশ, পুরো জাতি, তাকে অভ্যর্থনা জানানোর জন্য মুখিয়ে আছি। আমরা প্রস্তুতি নিচ্ছি ব্যাপকভাবে। উনিও আসার প্রস্তুতি নিচ্ছেন। আগামী মাসের শেষ নাগাদ বাংলাদেশে চলে আসবেন।’

বাসাইল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব শাহআলম ভূইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন-জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ
৩০ অক্টোবর ২০২৫ ১৯:৩৩

আরো

সম্পর্কিত খবর