Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে ই-রিটার্ন জমা ১০ লাখের বেশি

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ২১:৪৩ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ০০:৪৪

ঢাকা: চলতি করবর্ষে এখন পর্যন্ত ১০ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, ২০২৫-২৬ কর বছরে ১০ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক।

এনবিআর’র তথ্যমতে, এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা পড়েছে ১০ লাখেরও বেশি। প্রায় ৩০ লাখের বেশি করদাতা এরইমধ্যে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন। এনবিআর থেকে প্রশিক্ষণ নিয়েছেন ১৫ হাজারের বেশি করদাতা। করদাতাদের সেবা দিতে এনবিআরের হটলাইনও চালু রয়েছে।

এদিকে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করা হয়েছে। মোবাইলে ওটিপি পাঠানোর পরিবর্তনে এখন তাদের মেইলে তা পাঠানো হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ২০২৫-২৬ করবছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম শুভ উদ্বোধন করেন। করদাতারা এনবিআর’র ওয়েবসাইট ব্যবহার করে সহজে অনলাইনে রিটার্ন পূরণ করে অনলাইনে দাখিল করতে পারছেন।

কয়েকটি শ্রেণি বাদে এ বছর সবাইকে অনলাইনে ই রিটার্ন জমা দিতে হচ্ছে। এমন বাধ্যবাধকতা এনেছে এনবিআর। এক বিশেষ আদেশের মাধ্যমে এ বছর ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সকল ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর।

২০২৫-২৬ করবছরে বেশ কয়েক শ্রেণির করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাদকতা থেকে অব্যাহতি দেওয়া হলেও তারা ইচ্ছা পোষণ করলে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন। অন্যদিকে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে তিনি পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর