ঢাকা: দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ, বছরের সবচেয়ে বড় সেল ১১.১১ উপলক্ষ্যে দারাজমলের জন্য এনেছে এক নতুন অভিজ্ঞতা। নতুনভাবে সাজানো দারাজমলে ব্র্যান্ড ও অনুমোদিত সেলাররা এখন দিচ্ছে অথেনটিসিটি গ্যারান্টি— যেখানে ক্রেতারা পণ্যের মান নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন এবং পণ্য আসল না হলে তিন গুণ পর্যন্ত ক্যাশব্যাক (শর্ত প্রযোজ্য) পাওয়ার সুযোগ পাবেন। এই উদ্যোগের মাধ্যমে দারাজমল নিশ্চিত করছে আরও নির্ভরযোগ্য ও নিশ্চিন্ত ব্র্যান্ড শপিং অভিজ্ঞতা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, দক্ষিণ এশিয়ার প্রথম এবং একমাত্র ভার্চুয়াল মল হিসেবে দারাজমল এই অঞ্চলের ১ হাজার ৫০০-এর বেশি ব্র্যান্ড এবং লাখ লাখ গ্রাহকের আস্থা অর্জন করেছে। এতে ফ্যাশন, বিউটি, ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির দেশি-বিদেশি নানা ব্র্যান্ড রয়েছে; যার মধ্যে ওয়ালটন, ইউনিলিভার, আরএফএল হাউসওয়্যার, বাটা ইত্যাদির মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলো অন্যতম। নতুন দারাজমল ডিজাইনটি এখন আরও উজ্জ্বল বেগুনি রঙের প্যালেটকে তুলে ধরে, যা আসল পণ্য, উদ্ভাবন এবং একটি প্রাণবন্ত ব্র্যান্ড শপিং অভিজ্ঞতার প্রতি এর নতুন ফোকাসকে প্রতিফলিত করে।
দারাজ গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার এবং দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বেন ই বলেন, ‘দারাজের সামগ্রিক ব্যবসায়িক কৌশলে দারাজমল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো দক্ষিণ এশিয়ায় তাদের প্রযুক্তিগত বা ব্যবসায়িক কৌশলের মাধ্যমে প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে। দারাজমলের মাধ্যমে আমরা ব্র্যান্ড ও গ্রাহকদের সংযোগের ধরন নতুনভাবে সংজ্ঞায়িত করছি—যেখানে ভরসা ও বিশ্বাসই হচ্ছে মূল ভিত্তি, যা এখনকার অনলাইন ক্রেতাদের জন্য সবচেয়ে মূল্যবান। আমাদের ‘অথেন্টিসিটি গ্যারান্টি’ এই আস্থাকে আরও শক্তিশালী করে।’
‘দারাজমল ক্রমাগতভাবে সেইসব গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করছে যারা নির্ভরযোগ্য ও অফিসিয়াল ব্র্যান্ড চ্যানেলের মাধ্যমে মানসম্মত পণ্য, ওয়ারেন্টি নিশ্চয়তা এবং কার্যকর আফটার-সেলস সাপোর্ট পেতে চান। একাধিক পেমেন্ট অপশন, এক্সক্লুসিভ কার্ড অফার, সুবিধাজনক ডোর-টু-ডোর ডেলিভারি, দ্রুত কাস্টমার সার্ভিস এবং প্রায়োরিটি রিটার্নের সুবিধাসহ দারাজমল একটি বিশ্বস্ত গন্তব্যে পরিণত হয়েছে, যা প্রতিটি কেনাকাটায় গুণমান এবং আস্থা নিশ্চিত করে।’
এই ১১.১১ ক্যাম্পেইনে দারাজমল দক্ষিণ এশিয়ার গ্রাহকদের দিচ্ছে ১ কোটি ১৭ লাখেরও বেশি ব্র্যান্ডেড পণ্যে আকর্ষণীয় অফারসহ উচ্ছ্বাস ও নিশ্চয়তার এক অনন্য সংমিশ্রণ। তিনগুণ ক্যাশব্যাকসহ মানসম্মত পণ্যের গ্যারান্টির পাশাপাশি, ক্রেতারা পাচ্ছেন ফ্রি ডেলিভারি, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিল এবং প্রতিদিনের ব্র্যান্ড রাশ আওয়ারে ৬০ শতাংশ পর্যন্ত ফ্ল্যাশ ভাউচার সুবিধা। গ্রাহকরা দ্রুততম ২ দিনের মধ্যে ডেলিভারি এবং ঝামেলাহীন ১৪-দিনের রিটার্ন সুবিধা উপভোগ করতে পারবেন, যা কেনাকাটার অভিজ্ঞতাকে করবে চিন্তামুক্ত।
দারাজমলের মোবাইল ব্র্যান্ড হিসেবে দারাজের সঙ্গে এই সফল অগ্রযাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রিয়েলমি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যালেন চেন বলেন, ‘দারাজের সঙ্গে আমাদের এই পথচলাকে আরও এগিয়ে নিয়ে যেতে পেরে রিয়েলমি-তে আমরা সত্যিই রোমাঞ্চিত, বিশেষ করে দারাজের ৭.৭, ৯.৯ এবং ১০.১০ ক্যাম্পেইনের অভূতপূর্ব সাফল্যের পর, যা প্ল্যাটফর্মটিতে ‘নম্বর ১’ মোবাইল ব্র্যান্ড হিসেবে আমাদের অবস্থানকে সুপ্রতিষ্ঠিত করেছে। এই সাফল্য এসেছে দারাজের সঙ্গে আমাদের একই অঙ্গীকারের প্রতিফলন হিসেবে, যার মাধ্যমে আমরা রিয়েলমি নোট ৬০এক্স, সি৭১ এবং রিয়েলমি ১৪ সিরিজের মতো আমাদের জনপ্রিয় ও অত্যাধুনিক প্রযুক্তি লাখ লাখ গ্রাহকের কাছে পৌঁছে দিয়ে তাদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে পেরেছি। আসন্ন ১১.১১-তে, আমরা সেই প্রতিশ্রুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের সর্বাধুনিক রিয়েলমি সি৮৫ প্রো এবং সম্পূর্ণ নতুন রিয়েলমি ১৫ সিরিজের পাশাপাশি গ্রাহকদের অন্যতম পছন্দের নোট ৬০এক্স, নোট ৭০ ও সি৭১-এর মতো ডিভাইসগুলো থাকছে অভাবনীয় সব মূল্যে! দারাজের এই ১১.১১-তে রিয়েলমির অসাধারণ অফার জানতে নিয়মিত চোখ রাখুন।’