Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে কাশবন থেকে রাজমিস্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ২২:০১

কাশবন থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় কাশবনের মধ্য থেকে জহির উদ্দিন নামের (২৮) এক রাজমিস্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ভাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জহির শরীয়াতপুর জেলার মৃত রুস্তম আলীর ছেলে। বিবাহ সূত্রে ভাঙ্গা পৌরসভার নুরপুর গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করত।

এ বিষয় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, পাইলট স্কুলের ছেলেরা ছাদ থেকে কাশবনের মধ্যে মরদেহটি দেখতে পেয়ে শিক্ষকদেরকে জানায়। পরে পুলিশ খবর পেয়ে সেটি উদ্ধার করে। মরদেহের কোমরে একটি চাকু ও প্যান্টের এক পকেটে সিগারেট ছিল।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নিহত জহিরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর