Friday 31 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্যারেজে মিলল মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৫ ১৭:৫০ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৯:১৭

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর একটি গ্যারেজ থেকে আনোয়ার হোসেন বাবু (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে যাত্রাবাড়ী কাউন্সিল উত্তর শরীফপাড়া এলাকার ফারুক মিয়ার গ্যারেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমির হোসেন জানান, খবর পেয়ে সকাল ১১টার দিকে ওই গ্যারেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ওই ব্যক্তির শরীরের একাধিক জখম রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ভোরে বাসা থেকে বের হন আনোয়ার হোসেন। পরে স্থানীয়দের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারে শরিফপাড়া ফারুকের গ্যারেজে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আনোয়ার। দ্রুত আনোয়ারের মা সেখানে গিয়ে আনোয়ারকে জীবিত অবস্থায় পায় এবং জানতে পারে কেউ বা কারা আনোয়ারকে রড ও লোহার অ্যাঙ্গেল দিয়ে পিটিয়ে জখম করেছে। তবে, কারা তাকে পিটিয়েছে তা বলতে পারেননি আনোয়ার।

এসআই জানান, ঘটনাস্থলে ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

মৃত আনোয়ার হোসেনের ভাই দেলোয়ার হোসেন বলেন, ‘তাদের বাড়ি যাত্রাবাড়ী মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায়। আনোয়ার বিআইডব্লিউটিএতে চাকরি করতেন। দুই সন্তানের জনক ছিলেন আনোয়ার। ভোরে বাসা থেকে বের হন আনোয়ার। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি কে বা কারা আনোযারকে পিটিয়ে ফারুকের গ্যারেজে হাত পা বেঁধে ফেলে রাখছে। পরে তাদের মা দিলরুবা আক্তার ঘটনাস্থলে ছুটে যায় এবং আনোয়ারকে জীবিত পায়। আনোয়ার মাকে জানায়, তাকে রড ও লোহার এ্যাঙ্গেল দিয়ে পিটিয়েছে।’

তিনি আরও বলেন, ‘রড ও লোহার এ্যাঙ্গেল চুরি করার সন্দেহে স্থানীয় দারওয়ানরা আনোয়ারকে পিটিয়েছে বলে জানতে পেরেছি। বাকিটা পুলিশ তদন্ত করে বের করবে।’

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর