Friday 31 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসেম্বরের প্রথম দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: ইসি আনোয়ারুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৫ ১৭:৪৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২০:৪৩

পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকের সঙ্গে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো.আনোয়ারুল ইসলাম। ছবি: সারাবাংলা

পটুয়াখালী: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষনা করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো.আনোয়ারুল ইসলাম। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজান মাসের পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনের কর্মপরিকল্পনা ইতিমধ্যে প্রকাশ করেছি। পিআর পদ্ধতি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কি আসে সেটির অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। আর গনভোট নির্বাচনের আগে হবে না পরে হবে এ বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই। এছাড়া গনভোটের বিষয়ে সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছে সে বিষয়টির সিদ্ধান্ত এখনো নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি।

বিজ্ঞাপন

প্রবাসীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, প্রবাসী ভোটারদের নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু করা হবে। যারা কয়েদি আসামি রয়েছেন তারাও যাতে ভোট দিতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জনাব আখতার আহমেদ ও পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর