Friday 31 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে রাতের আঁধারে কৃষকের সব কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৫ ২২:১৩

কৃষক মোকছেদ মন্ডল।

রাজবাড়ী: রাজবাড়ীর জেলার কালুখালী উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের কলা বাগানের সব গাছ কেটে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম মোকছেদ মন্ডল।

প্রতিবেশী আইনাল মৃধা বলেন, ‘মোকসেদ মন্ডল দীর্ঘদিন ধরে এই জমিতে চাষাবাদ করে আসছেন। রাতের আঁধারে কারা এমন কাজ করল জানি না। মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে এমন শত্রুতা কেন?’

মকসেদ মন্ডল জানান, তিনি কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের রহিম কাজীর দ্বিতীয় মেয়েকে বিয়ে করেন। তিনি তার শাশুড়ি আলেয়া বেগমের নামে মাজবাড়ি ইউনিয়নের মোহনপুর এলাকায় সাত শতাংশ জমিতে প্রায় চার মাস আগে কলাবাগানটি তৈরি করেন। জামাতা হিসেবে তিনিই বাগানটির দেখাশোনা ও পরিচর্যা করতেন। কঠোর পরিচর্যার পর বর্তমানে অধিকাংশ গাছেই কলা ধরেছিল এবং আগামী এক মাসের মধ্যেই সেই কলা বিক্রি করে প্রায় ৪০ হাজার টাকার বেশি আয় করতে পারতেন। কিন্তু গতরাতে কে বা কারা তারা সব গাছ কেটে দিয়েছে। তিনি প্রশাসনের কাছে এ ঘটনার বিচার চান।

বিজ্ঞাপন

কালুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর