Friday 31 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেছারাবাদে আ.লীগ সহ-সভাপতির জামায়াতে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ০০:৫০

গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল লতিফ

পিরোজপুর: জেলার নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল লতিফ ওরফে লতিফ সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

গুয়ারেখা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মহিব্বুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের সংগঠন দিন দিন শক্তিশালী হচ্ছে। অনেকেই এখন জামায়াতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করছেন। এলাকা হিন্দু-অধ্যুষিত হলেও শিক্ষিত ও সম্ভ্রান্ত মানুষও আমাদের আদর্শে অনুপ্রাণিত হচ্ছেন।”

তিনি আরও জানান, “আব্দুল লতিফ সেক্রেটারি প্রাথমিক সদস্যপদ ফরম পূরণ করেছেন। যাচাই-বাছাই শেষে তাঁকে আনুষ্ঠানিকভাবে সদস্য করা হবে।”

বিজ্ঞাপন

অন্যদিকে আওয়ামী লীগ থেকে সদ্য বিদায় নেওয়া আব্দুল লতিফ বলেন, “আমি দীর্ঘদিন আওয়ামী লীগ করেছি। কিন্তু এখন জীবনের শেষ প্রান্তে এসে মনে হলো ইসলামী আদর্শের একটি দলে থেকে জীবন শেষ করতে চাই। সত্তর বছর বয়সে আমি সিদ্ধান্ত নিয়েছি—জামায়াতে থেকে জীবনের বাকি সময়টা সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য ব্যয় করব।”

স্থানীয় সূত্রে জানা গেছে, গুয়ারেখা ইউনিয়নটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কয়েকজন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সমর্থক জামায়াতের আদর্শের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠেছেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।