রোহিত শর্মা টি-২০ ফরম্যাটকে বিদায় বলেছিলেন ২০২৪ বিশ্বকাপ পরেই। রোহিতের গড়া রেকর্ড রান টপকে যাওয়ার সবচেয়ে কাছে ছিলেন তিনিই। শেষ পর্যন্ত পাকিস্তানের বাবর আজমই টি-২০তে গড়লেন নতুন রেকর্ড। রোহিতকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন বাবর।
১০ মাস বিরতির পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দলে ফিরেছিলেন বাবর। প্রথম ম্যাচে অবশ্য শূন্য রানেই ফিরেছেন প্যাভিলিয়নে। রোহিতের রেকর্ড ছুঁতে দরকার ছিল মাত্র ৮ রান।
দ্বিতীয় টি-২০তে রোহিতকে ছাড়িয়ে সবার উপরে উঠে গেছেন বাবর। ১৮ বলে ১১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি।
২০১৬ সালে টি-২০ ফরম্যাটে অভিষেক হয়েছিল বাবরের। এখন পর্যন্ত ১৩০ ম্যাচে ১২৩ ইনিংসে ৩৯.৫৭ গড়ে বাবরের মোট রান ৪২৩৪। এই ফরম্যাটে ৩ টি সেঞ্চুরি ও ৩৬টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।
তালিকায় দুইয়ে নেমে যাওয়া রোহিতের রান ৪২৩১। ১৫১ ইনিংসে তার ৩২.০৫ গড়ে। রোহিতের সতীর্থ ভিরাট কোহলি ১১৭ ইনিংসে ৪১৮৮ রান নিয়ে আছেন তৃতীয় স্থানে, ৪৮.৬৯ গড়ে। তিনিও এই সংস্করণ থেকে বিদায় নিয়েছেন।