ইসরায়েলি বাহিনীর হাতে আটক অবস্থায় নিহত আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ গাজায় ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে এই মরদেহগুলো হস্তান্তর করা হয়। সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।
গত অক্টোবরে হওয়া বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবেই এই মরদেহগুলো ফেরত দেওয়া হচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত মোট ২২৫টি মরদেহ গাজায় ফেরত এসেছে। মানক প্রোটোকল অনুসরণ করে মরদেহ শনাক্ত, নথিভুক্ত ও পরিবারের কাছে সংবাদ পৌঁছে দিচ্ছে স্বাস্থ্যকর্মীরা।
পূর্বে ফেরত পাওয়া মরদেহগুলোর অনেকটিতে নির্যাতনের চিহ্ন, চোখ বেঁধে রাখা, হাতকড়া পরানোর প্রমাণ, এমনকি পচন, দগ্ধ অংশ, অঙ্গচ্ছেদ ও দাঁত হারানোর মতো লক্ষণ দেখা গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই বছরের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর হামাস ২০ জীবিত বন্দিকে মুক্তি দেয়, বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে। একইসঙ্গে ইসরায়েলি বাহিনী গাজার নগর অঞ্চল থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে।
তবে ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখনও বহু ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছেন। মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে ইসরায়েলি হামলায় ১০৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ৪৬ শিশু ও ২০ নারী ছিলেন।