Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লুভ্যরের পর এবার ক্যালিফোর্নিয়ার জাদুঘরে চুরি

আন্তর্জাতিক ডেস্ক
১ নভেম্বর ২০২৫ ১৪:৪৮ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ১৫:২৮

ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের জাদুঘর থেকে চুরি যাওয়া কিছু জিনিসপত্র। ছবি: সংগৃহীত

ফ্রান্সের বিখ্যাত ল্যুভর জাদুঘরে চুরির পর এবার যুক্তরাষ্ট্রের জাদুঘরে চুরির ঘটনা ঘটেছে। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড মিউজিয়াম অব ক্যালিফোর্নিয়ার অফ-সাইট সংগ্রহশালা থেকে এক হাজারেরও বেশি ঐতিহাসিক সামগ্রী চুরি হয়েছে। এবিসি নিউজের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।

ওকল্যান্ড পুলিশ বিভাগের তথ্যমতে জানা গেছে, ১৫ অক্টোবর ভোরে এই চুরির ঘটনা ঘটে এবং এতে নেটিভ আমেরিকান ঝুড়ি, গহনা ও ল্যাপটপসহ মূল্যবান বহু নিদর্শন উধাও হয়েছে। ভোর ৩টা ৩০ মিনিটের কিছু আগে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা চক্র সংগ্রহশালায় প্রবেশ করে এবং বিপুলসংখ্যক ঐতিহাসিক বস্তু নিয়ে যায়। ঘটনাটির তদন্তে পুলিশের পাশাপাশি এফবিআইও কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

ওকল্যান্ড মিউজিয়ামের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী লরি ফোগার্টি বলেন, ‘এই চুরি আমাদের রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য থেকে জনগণকে বঞ্চিত করেছে। বেশিরভাগ বস্তুই দাতাদের উদারতার মাধ্যমে সংগ্রহে এসেছে।’

তদন্তের স্বার্থে ঘটনাটি তাৎক্ষণিকভাবে প্রকাশ না করার অনুরোধ করেছিল আইনশৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফোগার্টি আরও ধারণা করেন, চোরেরা হয়তো চুরি হওয়া সামগ্রীর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অবগত নয়।

এফবিআইয়ের আর্ট ক্রাইম টিম, যারা শিল্পকর্মসংক্রান্ত অপরাধ তদন্তে বিশেষজ্ঞ, এ মামলায় কাজ করছে। তদন্ত চলছে এবং এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

উল্লেখ্য, সান ফ্রান্সিসকো বে এরিয়া জাদুঘরটি প্রথম ১৯৬৯ সালে খোলা হয়েছিল। সেমিনাল আর্টওয়ার্ক, ঐতিহাসিক নিদর্শন এবং প্রাকৃতিক নমুনাসহ ২০ লাখেরও বেশি বস্তু এখানে রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর