Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৫:৪৭

২১ দফা দাবিতে সাংবাদিকদের মানববন্ধন। ছবি: সারাবাংলা

কুড়িগ্রাম: ন্যুনতম ৩৫ হাজার টাকা বেতন, সাগর-রুনিসহ সকল সাংবাদিকদের হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনঃবহালসহ ২১ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিউজে)।

শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কুড়িগ্রাম কলেজ মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)’র নয়টি উপজেলার প্রায় অর্ধশত সাংবাদিক।

সমাবেশে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহবায়ক আরিফুল ইসলাম রিগানের সভাপতিত্বে বক্তব্য দেন-কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন, যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, বাবুল জামান, রাশিদুল ইসলাম রাশেদ, মুহাম্মদ জুবাইর ইসলাম, আব্দুল্লাহ্ সাহেদ, সাংবাদিক সাওরাত সোহেল, খন্দকার আরিফুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় সাংবাদিকদের দাবির সঙ্গে সহমত পোষণ করে বক্তব্য দেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একুশে টিভির জেলা প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ন আহবায়ক তামজিদ হাসান তুরাগ।

সমাবেশে বক্তারা অবিলম্বে ২১ দফা দাবি বাস্তবায়নের উদাত্ত আহ্বান জানান। অন্যথায় দেশজুড়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

সারাবাংলা/জিজি