Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণমাধ্যমের সঙ্গে ইসির কার্যকর যোগাযোগ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৮:৩০

কার্যকর যোগাযোগ শীর্ষক প্রশিক্ষণ।

ঢাকা: নির্বাচন প্রক্রিয়ায় গণমাধ্যমের সঙ্গে কার্যকর যোগাযোগ, স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও গণতান্ত্রিক মূল্যবোধ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট-ইটিআইতে প্রশিক্ষকদের এ সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, জাতিসংঘ বাংলাদেশের সহায়তায় আয়োজিত এই কর্মসূচিটি মূলত বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রশিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ। দিনব্যাপি এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইসি কর্মকর্তারা গণমাধ্যমের সঙ্গে কার্যকর যোগাযোগ, সংকটকালীন তথ্য ব্যবস্থাপনা এবং নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জনআস্থা বৃদ্ধির কৌশল সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, কর্মসূচি বাস্তবায়নে সহায়তা প্রদান করেছে জাপান, জাতিসংঘ, যুক্তরাজ্য আন্তর্জাতিক উন্নয়ন, অস্ট্রেলিয়া, নরওয়ে ও সুইডেন। উদ্যোগটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থাপনা গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রসঙ্গত, নির্বাচনে অপপ্রচার রোধ করতে সঠিক তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্যই এমন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

সারাবাংলা/এনএল /এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর