Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পার্টি গণভোটের পক্ষে নয়: জাপা মহাসচিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৯:৩৫ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ২২:০৩

বক্তব্য দিচ্ছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। ছবি: সারাবাংলা

রংপুর: জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গণভোটের বিপক্ষে দাঁড়িয়ে স্পষ্ট করে বলেছেন, বর্তমান প্রশাসনিক কাঠামোতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, ‘জামায়াত, বিএনপি ও এনসিপিকেন্দ্রিক এই কাঠামোতে নির্বাচন হলে বিপুলসংখ্যক মানুষকে বাইরে রেখে গৃহযুদ্ধ শুরু হবে। দেশ বাঁচাতে ঐকমত সৃষ্টি করতে হবে।’

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর জাতীয় পার্টির সেন্ট্রাল রোডস্থ কার্যালয়ে কর্মীসভা শেষে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘জাতীয় পার্টির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। সুষ্ঠ ভোটের নিশ্চয়তা পেলে নির্বাচনে যাব। গত ১১ বছর দল স্বাধীন ছিল না। নির্দলীয় অ্যাকাউন্ট্যান্ট সরকার ছাড়া কানা প্রশাসন দিয়ে নির্বাচন সম্ভব নয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গত এক বছরে ১৪০ জন মবলিঞ্চিংয়ে মারা গেছে। দেশে অর্থনৈতিক সংকট আর অস্থিরতা বিরাজ করছে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচনে প্রশাসনিক ছক আঁকা হয়েছে, এতে নির্বাচন সম্ভব নয়।‘

সম্মেলনে রংপুর মহানগর, জেলা এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর