Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্যে ট্রেনে ছুরি নিয়ে হামলা, আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
২ নভেম্বর ২০২৫ ০৮:৩৬ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ১০:৫৫

যুক্তরাজ্যের একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করেছে ব্রিটিশ পুলিশ।

শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে ক্যাম্ব্রিজশায়ার শহরের হান্টিংডন স্টেশনের কাছে হামলাটি ঘটে। ব্রিটেনের পরিবহন পুলিশ জানায়, ইংল্যান্ডের সাউথ ইয়র্কশায়ারের ডঙ্কস্টার শহর থেকে লন্ডনের কিংসক্রসগামী ট্রেনটি সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে যাত্রা শুরু করেছিল। প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি হান্টিংডনের কাছে পৌঁছালে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, ট্রেনের ১০ জন যাত্রী আহত হয়েছেন, তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

একজন প্রত্যক্ষদর্শী ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে বলেন, ‘‘ট্রেন যখন হান্টিংডন স্টেশনের কাছে পৌঁছায়, তখন এক যাত্রী রক্তাক্ত অবস্থায় কামরায় ঢুকে বলেন, ‘তাদের কাছে ছুরি আছে, আমাকে ছুরি মেরেছে।’ বলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।’’

বিবিসি জানিয়েছে, ট্রেনটি স্টেশনে পৌঁছামাত্র পরিবহন পুলিশ ট্রেনে অভিযান চালায়। এসময় দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

সারাবাংলা/এমপি