কুষ্টিয়া: ‘মাদককে না বলুন, খেলাধুলায় মেতে উঠুন’—এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় শুরু হয়েছে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫।
রোববার (২ নভেম্বর) সকাল ১১টায় শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিদফতরের উপপরিচালক জারিনা পারভীন আখতার। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান সহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ফুটবলের মতো জনপ্রিয় খেলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব। তাই বেশি বেশি খেলাধুলার আয়োজনের ওপর গুরুত্ব দেন তারা।
এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় ক্লাবের দল অংশ নিয়েছেন।