Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় যুবলীগ নেতা ইকরামুল গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১৫:৫৩ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ১৬:৪৭

গ্রেফতার যুবলীগ নেতা ইকরামুল হক খন্দকার। ছবি: সারাবাংলা

কুমিল্লা: কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ এবং অস্ত্রের যোগান দেওয়ার মামলার আসামি যুবলীগ নেতা ইকরামুল হক খন্দকারকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

শনিবার (১ই নভেম্বর) গভীর রাতে কুমিল্লা মহানগরীর কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ইকরামুল হক খন্দকার কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকার আব্দুল হান্নান খন্দকারের ছেলে। তিনি যুবলীগ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইকরামুল হক খন্দকার কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ. ক. ম. বাহা উদ্দিন বাহারের কন্যা ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সুচির পিএস সুজনের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর হিসেবে পরিচিত। ইকরামুল হক খন্দকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অস্ত্র ও অর্থের যোগান দিয়ে সহযোগিতা করেছিলেন।

বিজ্ঞাপন

এবিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘ইকরাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা কয়েকজনকে অস্ত্র ও অর্থ সহায়তা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা তাকে আইনি পক্রিয়া মেনে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করব।’

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর