Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অল সোলস ডে
এই আলো অন্তরে জ্বলুক অনন্তশিখার মতো

হাবিবুর রহমান সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ২২:৪৮ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ২২:৫০

‘অল সোলস ডে’ বা ‘মৃত আত্মার শান্তি কামনা দিবস’। সন্ধ্যার নামার মুহূর্তে প্রয়াত স্বজনদের সমাধিতে মোমের আলো জ্বালিয়ে সম্মিলিত প্রার্থনায় শরিক হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। হাজারো নারী-পুরুষ ও শিশু হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে যান স্বজনের সমাধির সামনে। কারও চোখ ছলছল করে, কারও-বা অশ্রু গড়িয়ে পড়ে। মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি প্রয়াতদের সমাধিতে ফুল ছিটিয়ে প্রার্থনায় শরিক হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সম্মিলিত প্রার্থনায় পুরো গির্জাজুড়ে আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। অশ্রুসিক্ত নয়নে দুঃখ ও ব্যথার সব গ্লানি মুছে দেওয়ার জন্য জগৎপিতার কাছে করজোড়ে প্রার্থনা করেন স্বজনেরা। ‘অল সোলস ডে’র ছবিগুলো ঢাকার ফার্মগেট হলি রোজারি চার্চ থেকে ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন
সম্পর্কিত খবর