Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবি বিকৃতির ঘটনায় মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

ঢাবি করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৭:০০ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ১৮:০১

শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

ঢাবি: ‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি তার ছবি এডিট করে ফেসবুকে পোস্ট করা ব্যক্তিদের বিরুদ্ধে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন।

এ মামলার এজাহারে চারজনকে আসামি করা হয়েছে। মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকারকে। ২ নম্বর আসামি হিসেবে মহিউদ্দিন মোহাম্মদ, ৩ নম্বর আসামি হিসেবে ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন, ৪ নম্বর আসামি হিসেবে আশফাক হোসাইন ইভান এবং ৫ নম্বরে অজ্ঞাতনামা আসামিদের কথা উল্লেখ রয়েছে।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষিকা ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূইয়া মোনামি শাহবাগ থানায় এই মামলা করেন তিনি। এ সময় ডাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন জাকারিয়াসহ ডাকসুর সদস্যরা এ শিক্ষিকার সঙ্গে ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া।

মো. জাকারিয়া তার লিখেছেন, ‘শেহরীন আমিন ভুইয়া ম্যাম তার ছবি এডিট করে ফেসবুকে পোস্ট করা ব্যক্তিদের বিরুদ্ধে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন। আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে আমি সার্বিক সহায়তা করেছি। সেখানে উপস্থিত ছিলেন ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।’

তিনি আরও লিখেছেন, ‘অধিকতর তদন্তের জন্য মামলাটি ডিবির সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। যারা পোস্ট করেছেন, অশালীন মন্তব্য করেছেন, পোস্ট শেয়ার করেছেন এবং পরবর্তীতেও যারা এভাবে ছবি বিকৃত করে প্রচার করবে সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ।’

সারাবাংলা/কেকে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর