Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

তিতুমীর কলেজ প্রতিনিধি
৩ নভেম্বর ২০২৫ ২০:১২

উৎসবমুখর পরিবেশে সরকারি তিতুমীর কলেজে অনুষ্ঠিত হলো আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর  ফাইনাল ম্যাচ। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর)  বেলা ১২টায় কলেজ মাঠে অনুষ্ঠিত এই খেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২–১ গোলে মার্কেটিং বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জয় করে।

তিতুমীর কলেজ ফুটবল ক্লাবের উদ্যোগে ২২টি বিভাগের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শুরু থেকেই দেখা যায় টানটান উত্তেজনা। দুই দলই সমানতালে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলায় প্রাণ এনে দেয়। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের খেলোয়াড়রা দুর্দান্ত সমন্বয় ও নিখুঁত পাসে পরপর দুটি গোল করে এগিয়ে যায়। মার্কেটিং বিভাগ একটি গোল শোধ করলেও ম্যাচে সমতা ফেরাতে ব্যর্থ হয়।

বিজ্ঞাপন

ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মুবিন, সেরা গোলকিপার হয়েছেন সাব্বির, ম্যান অফ দা টুর্নামেন্ট হয়েছেন মার্কেটিং ডিপার্টমেন্ট রিয়াদ এবং টুর্নামেন্টের সেরা গোলদাতা হয়েছেন ইংলিশ বিভাগের সৌরভ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ তাহমিনা ইসলাম এবং শিক্ষক পরিষদের সম্পাদক এম. এম. আতিকুজ্জামান। এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও শক্তিশালী করে। এটি নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তুলতে সহায়তা করে।

সারাবাংলা/এমআর/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর