ঢাকা: তরুণ নেতৃত্বকে উপেক্ষা করে বিএনপি ‘গডফাদারদের’ মনোনয়ন দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বিএনপির ‘বঞ্চিত তরুণ’ নেতাদের এনসিপিতে স্বাগত জানানো হচ্ছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের প্রায় ৫০ শতাংশ মানুষ তরুণ। আমরা ভেবেছিলাম বিএনপির প্রার্থী তালিকায় নতুন নেতৃত্ব আসবে, কিন্তু সেখানে দেখা গেল পুরনো গডফাদাররাই জায়গা পেয়েছেন। যারা ছাত্রদল, যুবদলের তরুণ নেতৃত্ব হিসেবে নতুন রাজনীতি করতে চেয়েছিলেন, তারা বাদ পড়েছেন। আমরা সেই তরুণদের এনসিপিতে স্বাগত জানাই।’
তিনি আরও জানান, আগামী নির্বাচনে বিএনপির এই বঞ্চিত তরুণদের এনসিপি থেকে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন।