Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেগম জিয়া ৩ আসনে লড়ছেন, আমরা তাকে স্বাগত জানাই: নাসীরুদ্দীন

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ২৩:২৯

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, খালেদা জিয়া এবার তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরা উনাকে স্বাগত জানাই।

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের আপসহীন এই নেত্রী দীর্ঘদিন কারাবন্দি থেকেও মানুষের অধিকার ও ভোটের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে গেছেন।’

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা এখনো বিএনপির নেতা হিসেবে খালেদা জিয়াকেই দেখি। গণতন্ত্রের যাত্রায় তার ভূমিকা ঐতিহাসিক। তার নির্বাচনে অংশগ্রহণ গণতন্ত্র পুনরুদ্ধারের পথে নতুন আশার বার্তা।’

এনসিপি মুখ্য সমন্বয়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমরা শুনতে পেয়েছি তারেক জিয়া দেশে ফিরছেন, আমরা তাকেও স্বাগত জানাই। যদি আরও আগে আসতেন, রাজনৈতিক স্থিতিশীলতা আরও দ্রুত আসত। এখন সময় এসেছে গণতন্ত্র চর্চার।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘রাজনীতিতে মুখোমুখি সংঘাত নয়, প্রয়োজন সংলাপ ও সমঝোতা। আসুন সবাই মিলে বসি, আলোচনা করি, দেশের সংকটের সমাধান খুঁজে বের করি।’

এর আগে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেখানে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনটি আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি আসনে প্রার্থী করা হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। জনগণের ভোটেই সরকার গঠিত হোক—এটাই প্রকৃত গণতন্ত্র। আজ সময় এসেছে মুখোমুখি রাজনীতির পরিবর্তে অংশগ্রহণমূলক গণতন্ত্রের।’

তিনি আরও যোগ করেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানের অংশগ্রহণ রাজনীতিতে নতুন ভারসাম্য আনবে বলে আমরা বিশ্বাস করি। গণতন্ত্রের পথে এটি একটি ইতিবাচক অগ্রগতি।’

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর