Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১৩:৫৪

কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। ছবি: সারাবাংলা

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

এসময় উপজেলার ৪৯৭০ জন কৃষককে পেঁয়াজ, গম, সরিষা, চিনাবাদাম, মসুর ও খেসারী বীজ এবং সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর