Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে নবীকে নিয়ে কটূক্তি, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ২১:১৩

কটূক্তিকারীকে গ্রেফতার দাবিতে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুর: ফরিদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মোহাম্মদ (স.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিকারী মুহুয়াকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে জেলার প্রেসক্লাবের সামনে ‘ফরিদপুরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুজিব সড়ক হয়ে পূর্বখাবাসপুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে কোতয়ালী থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়।

সমাবেশে তরুণ ছাত্র সংগঠক আবরাব নাদিম ইতুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রোমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, ছাত্রনেতা আরএম হৃদয়, মুফতি মোস্তাফিজুর রহমান, হাসিবুল হাসান, উম্মে হাবিবা মৌ প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুরের বাসিন্দা মহুয়া ইসলাম ফেসবুকে মহানবী (স.), ইসলাম ধর্ম, মাদরাসা, জুলাই আন্দোলন ও আন্দোলনে শহিদদের প্রসঙ্গে নেতিবাচক মন্তব্য করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। একপর্যায়ে তাকে গ্রেফতারের দাবি জানিয়ে প্রতিবাদ ও বিক্ষোভের ডাক দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘মহুয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একাধিকবার ইসলাম বিদ্বেষী বিভিন্ন মন্তব্য করেছে। জুলাই আন্দোলন ও আন্দোলনে শহিদদের নিয়েও তুচ্ছতাচ্ছিল্য করে মন্তব্য করেছে। ইতিপূর্বে তার পরিবারকে একাধিকবার বলা হয়েছে কিন্তু তিনি সুধরান নাই। সর্বশেষ সে বিশ্ব মানবতার প্রতীক বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছে।’

মহুয়াকে তসলিমা নাসরিন এর সঙ্গে তুলনা করে বক্তারা বলেন, ‘প্রশাসন যদি তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করে তাহলে কঠোর কর্মসূচি দেওয়ার হবে।’ আইন হাতে তুলে নিতে কেউ যাতে বাধ্য না হয় সে জন্য প্রশাসনকেও সতর্ক করেন বক্তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর