কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর মজমপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর রেলগেটে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষুব্ধ নেতাকর্মীরা রেলগেট বন্ধ করে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, অধ্যক্ষ সোহরাব উদ্দিন একজন ত্যাগী ও যোগ্য নেতা। তাকে মনোনয়ন না দিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তে অন্য প্রার্থী ঘোষণা করা অন্যায়। তারা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের প্রার্থিতা বাতিল করে অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে পুনরায় প্রার্থী ঘোষণার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
এ বিষয়ে মনোনয়নবঞ্চিত অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, ‘শুনেছি মজমপুর এলাকায় আমার সমর্থকেরা বিক্ষোভ করছেন। আমি বর্তমানে শহরের বাইরে আছি।’
এদিকে মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যিনি মনোনয়ন পাবেন তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেউ যদি এ নির্দেশনা না মানেন, কেন্দ্রীয় নেতৃত্ব যথাযথ ব্যবস্থা নেবে।’
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুষ্টিয়া-৩ (সদর) আসনে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন। ঘোষণার পর রাত সাড়ে ৯টার দিকে সোহরাব উদ্দিনের সমর্থকরা বিক্ষোভে নামে এবং আজ দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।