Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ব্যবসায়ীদের হয়রানি বন্ধে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ২১:৩৫

রাজবাড়ীতে ব্যবসায়ীদের হয়রানি বন্ধে মানববন্ধন। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: সদর উপজেলার বানিবহ ইউনিয়নের ব্যবসায়ীদের হয়রানি বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টার বানিবহ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেন লিটনের সভাপতিত্বে বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. মোরশেদ আলম, মুদি ব্যবসায়ী আকবর আলী, হার্ডওয়্যার ব্যবসায়ী খলিলুর রহমান, রনজিত বিশ্বাস, ফজলুর রহমান, কাজী আজিজুল ইসলাম, আব্দুল গফুর, আবুল হোসেন, যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, বানিবহ ইউনিয়ন পরিষদের সদস্য নিহার ঘোষ, ছাত্রদল নেতা আরিফ মিয়া প্রমুখ বক্তব্য দেন।

বিজ্ঞাপন

ব্যবসায়ীরা বলেন, জেলা পরিষদের সাবেক হিসাব রক্ষক আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের হয়রানি করে আসছেন। বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে ব্যবসায়ীদের আতঙ্কিত করছেন। দ্রুত সময়ের মধ্যে ব্যবসায়ীদের হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

ব্যবসায়ীরা আরও বলেন, আবুল কালাম আজাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাজবাড়ীর শিক্ষার্থী সাগর হত্যা মামলার আসামি। ৭২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর