পিরোজপুর: পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, নেছারাবাদ ও কাউখালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন ছারছিনা দরবার শরিফ জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করেছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে নেছারাবাদের ঐতিহ্যবাহী ছারছিনা দরবার শরিফে মরহুম পীরদ্বয়ের কবর জিয়ারত ও বর্তমান পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সকালে তিনি দরবার শরিফে পৌঁছে মরহুম পীর হজরত মাওলানা শাহ্ ছিদ্দিক আহমদ (রহ.) ও হজরত মাওলানা শাহ্ আব্দুল হক (রহ.)-এর কবর জিয়ারত করেন। পরে তিনি দরবারের মেহমানখানায় বর্তমান পীর আলহাজ হজরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দোয়া নেন।
বিএনপি প্রার্থী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, ‘ছারছিনা দরবার শরিফ মুসলমানদের একটি ঐতিহ্যবাহী আধ্যাত্মিক কেন্দ্র। আমি মহান আল্লাহর সন্তুষ্টি ও জাতির মঙ্গল কামনায় মরহুম পীর সাহেবদ্বয়ের কবর জিয়ারত করেছি এবং বর্তমান পীর সাহেবের দোয়া নিয়েছি— যেন সত্য, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল থাকতে পারি। রাজনীতি মানে জনগণের সেবা ও নৈতিকতার চর্চা। এই দরবারের আদর্শ সেই চেতনাকেই শক্তিশালী করে।’
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি কাজী কামাল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হাসান, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জসিম বাহাদুর, কাউখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম উজ্জ্বল, কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিকসন, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, ভান্ডারিয়া উপজেলা যুবনেতা সাইফুল ইসলাম সবুজ হাওলাদার, শামসুল হক দিপু প্রমুখ।