নোয়াখালী: কলেজে পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন দুই শিক্ষর্থী ইসরাত জাহান ও তানিম হাসান। কিন্তু পথে ঘাতক ট্রাক কেড়ে নিল তাদের প্রাণ। শুধু এই দু’জন নয়, তাদের সঙ্গে সিএনজি ড্রাইভারসহ আরও চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাত জাহান নোয়াখালী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের গিয়াস উদ্দিনের মেয়ে এবং তানিম হাসান হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ফকিরহাট বাজার এলাকার ডা. আবুল কাশেমের ছেলে।
নিহত বাকিরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার মৃত খুরশীদ আলমের ছেলে অটোরিকশাচালক শাহ আলম খোকন, একই ইউনিয়নের বাসিন্দা সুলতান আহমেদ সুমন ও একই উপজেলার বাসিন্দা বিবি কুলছুম ও জান্নাত ।
জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে নোয়াখালী সদরের মাইজদী থেকে কোম্পানীগঞ্জের বসুরহাট যাচ্ছিল। পথে কবিরহাট পৌরসভার পূর্ব ফতেপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এর পর গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নোয়াখালী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘ইসরাত জাহান আজ কলেজে পরীক্ষা দিতে এসেছিল। এটিই ছিল তার শেষ পরীক্ষা। আমাদের কলেজের আরেক শিক্ষার্থী তানিম হাসানও সেই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এই দুই শিক্ষার্থীর এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, ট্রাকচাপায় চালকসহ মোট ছয় জন নিহত হয়েছেন। গাড়ি দুটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।