রাজবাড়ী: অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম কবীর (৭০)।
মঙ্গলবার (৪ নভেম্বর) জেলা জাতীয় পার্টির সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু বরাবর একটি লিখিত আবেদন দিয়ে তিনি পদত্যাগ করেন।
পদত্যাগ পত্রে খন্দকার গোলাম কবীর উল্লেখ করে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতির পদে অধিষ্ঠিত ছিলাম। কিন্তু আমি শারীরিকভাবে অনেকদিন ধরে অসুস্থ হয়ে আছি। আমার বয়স হয়ে গেছে। বয়সজনিত কারণে এই অবস্থায় দলীয় কর্মকাণ্ড পরিচালনা করা আর আমার পক্ষে সম্ভব না। তাই সহ-সভাপতি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
পদত্যাগ করলেও দলের প্রাথমিক সদস্য পদ বা দলের সাথে সম্পৃক্ত থাকবেন কি না তা পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেননি।
এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, ‘গোলাম কবিরের পদত্যাগ পত্রটি আমরা গ্রহণ করেছি। বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম কবীর রাজবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাবানীপুর এলাকার বাসিন্দা। তিনি জাতীয় পার্টির জন্মলগ্ন থেকেই এই দল করে আসছেন। তিনি প্রায় ২০ বছর ধরে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।’