Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ৩৭টি অসুস্থ ঘোড়া উদ্ধার, ৫ মণ মাংস জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১২:২০ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ১২:২৩

অসুস্থ ঘোড়া এনে অবৈধভাবে জবাই করে মাংস বাজারে সরবরাহ করছে সংশ্লিষ্ট মাংস ব্যবসায়ী চক্রের সদস্যরা।

গাজীপুর: গাজীপুরের হায়দারাবাদ এলাকায় অবৈধভাবে জবাই করা ঘোড়ার মাংস বিক্রি ও সংরক্ষণের অভিযোগে অভিযান চালিয়ে ৩৭টি অসুস্থ ঘোড়া উদ্ধার এবং প্রায় পাঁচ মণ জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ করেছে প্রশাসন।

মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে পুলিশ, র‍্যাব ও জেলা প্রাণিসম্পদ অধিদফতরের একটি যৌথ দল অভিযান চালায়। অভিযান টের পেয়ে সংশ্লিষ্ট মাংস ব্যবসায়ী চক্রের সদস্যরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, একটি সংঘবদ্ধ চক্র অসুস্থ ঘোড়া এনে অবৈধভাবে জবাই করে মাংস বাজারে সরবরাহ করছে। অভিযান পরিচালনা করে ৩৭টি জীবিত ঘোড়া এবং প্রায় পাঁচ মণ জবাইকৃত মাংস জব্দ করা হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। উদ্ধার করা ঘোড়া ও মাংস স্থানীয় দুজনের জিম্মায় রাখা হয়েছে। আগামীকাল সকালে এগুলো প্রাণিসম্পদ অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে।”

বিজ্ঞাপন

গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন জানান, উদ্ধার করা সব ঘোড়াই অসুস্থ। দীর্ঘদিন ধরে এই চক্র অসুস্থ ঘোড়া কিনে অবৈধভাবে জবাই করে বাজারজাত করে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর