বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলার মোড়লডাঙ্গা এলাকার একটি বাগান থেকে মুজিবুর রহমান শেখ (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার দাবি করেছে, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজজাক মীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে মোড়লডাঙ্গা গ্রামের নিজাম শেখের বাগানের একটি মেহগনি গাছের ডালে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত মুজিবুর রহমান শেখ উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মোড়লডাঙ্গা গ্রামের গোলাপ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে এলাকাজুড়ে তার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, এটি আত্মহত্যা নয়, বরং হত্যাকাণ্ড।
নিহতের ভাই জিল্লাল শেখ ও হাবি শেখ অভিযোগ করে বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। সকালে তার মরদেহ পাওয়া গেছে।’
তারা আরও জানান, স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় মুজিবুর রহমানের স্ত্রী দীর্ঘদিন ধরে পিত্রালয়ে বসবাস করছেন। দুই ছেলেকে নিয়ে তিনি নিজ বাড়িতে ছিলেন।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।‘