কুষ্টিয়া: ধারাবাহিক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। অভিযানে মেহেদী হালসানা নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত মাদক ও চোরাচালান পণ্যের আনুমানিক মূল্য ১৫ লাখ ৬৪ হাজার টাকা।
বুধবার (৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।
তিনি জানান, মঙ্গলবার ভোরে কাজীপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ভারতীয় মদ ও ২,৭০০ পিস চকলেট বাজি ও চল্লিশপাড়া সীমান্ত থেকে পাঁচ গ্রাম হেরোইনসহ মৃত ইব্রাহিম হালসানার ছেলে মেহেদী হালসানাকে আটক করা হয়।
অন্যদিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ নভেম্বর রাতে মিরপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৪,৭০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আসামিকে মাদকদ্রব্যসহ দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মালিকবিহীনভাবে উদ্ধারকৃত মাদক ও চোরাচালান পণ্য ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ধ্বংস করা হবে।
তিনি আরও জানান, ‘সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদকপাচার রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সাম্প্রতিক এই অভিযান সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। ভবিষ্যতেও মাদক ও চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।’