কুবি: নতুন কমিটি গঠনের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মতবিনিময় সভা ও সদস্য ফরম বিতরণ করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভিসি বাংলোর সামনের উন্মুক্ত স্থানে কুবি ছাত্রদলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
এ সভার বিষয়বস্তু ছিল আগামীর বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্ক্ষা, শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতির প্রত্যাশা, শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে মূল্যায়ন ও প্রস্তাবনা তুলে ধরা। সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ‘কেমন ছাত্রদল চায়’—এ বিষয়ে তাদের মতামত উপস্থাপন করেন।
এতে কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ প্রধান অতিথি, কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ উদ্বোধক এবং ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. নাজমুচ্ছাকিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মো. নাজমুচ্ছাকিব বলেন, ‘দীর্ঘ গণতান্ত্রিক পুনরুদ্ধারের লড়াই করেছি। বৈষম্যমুক্ত সমাজ চাইতে গিয়ে এখনও নিষিদ্ধের নামে আমাদের অধিকার খর্ব করা হচ্ছে।’
কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘‘‘আগামীর বাংলাদেশ ও শিক্ষাঙ্গনের রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ আজ এখানে উঠে এসেছে। আমরা ফরম বিতরণ করলাম, আবার ৮-১০ তারিখে আসবো। প্রশাসন মৌখিক অনুমতি দিয়েছে, মবের ঝুঁকি থাকায় বাইরে অনুষ্ঠান করেছি। শিগগিরই ক্যাম্পাসে করার চেষ্টা করবো।’’
তিনি আরও বলেন, ‘দুইটি মেয়েদের হল, তিনটি ছেলেদের হল—সব জায়গায় নেতৃত্ব দিতে হবে। হলে হলে কমিটি হলে আমাদের শক্তি দ্রুত বাড়বে। আগামী ১০–১২ তারিখের মধ্যে বড় আলোচনা সভা করবো।’
শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাস সংকটে আমরা ভিসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি, সংকট কমেছে। ক্যাফেটেরিয়া, হলের খাবার, ভর্তি পরীক্ষায় বিভিন্ন সহযোগিতা করেছি। আমরা কেন্দ্রীয় নির্দেশনা মেনে কাজ চালিয়ে যাবো।’
অনুষ্ঠানের প্রধান অতিথি শরীফ প্রধান শুভ বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল মেধা, মনন ও মানবিক মর্যাদার সংগঠন। জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু। প্রথমে মনে হয়েছিলো ছাত্রদলের প্রতি আগ্রহ কম, কিন্তু এখানে এসে বুঝলাম আগ্রহ অনেক। আপনাদের জবাবদিহিতার জায়গা আছে, লুকোছাপা নেই। বিবেক বন্ধক রেখে কাজ করি না।’
তিনি আরও বলেন, ‘সংবিধান বাকস্বাধীনতা দিয়েছে। সংগঠন করাকে কেউ বাধা দিতে পারে না। শেখ হাসিনার তল্পিবাহীরা এখনো ক্যাম্পাসে সক্রিয়, কিন্তু তারা সফল হবে না। গেস্টরুম, গণরুম কালচার বন্ধে কাজ করেছি, করবো। আমরা হল ও ফ্যাকাল্টি কমিটি গঠন করবো। শ্রেণী বৈষম্য না করে তারেক রহমানের রেইনবো নেশন, সম্প্রীতির বাংলাদেশ গড়বো। নারী-পুরুষ সবাই ছাত্রদলের পতাকাতলে আসতে পারবেন। শতভাগ স্বচ্ছতা রেখে নেতৃত্ব দেবো। ছাত্রদল আপনাদের হতাশ করবে না।’