Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুবলার চরে পূণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৫:৫২ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ১৬:৩৮

রাস উৎসবে অংশ নেওয়া পূণ্যার্থীদের একাংশ। ছবি: সারাবাংলা

বাগেরহাট: সুন্দরবনের দুবলারচরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনের রাস উৎসব বুধবার (৫ নভেম্বর) ভোরে বঙ্গোপসাগরের প্রথম জোয়ারের নোনা জলে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

গত ৩ নভেম্বর থেকে শুরু হওয়া এ উৎসবে দেশ-বিদেশ থেকে প্রায় ১৩ হাজার ৫১৯ জন পুণ্যার্থী অংশগ্রহণ করেন। মঙ্গলবার মধ্যরাতে আলোরকোলে স্থাপিত অস্থায়ী রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হয় পূজা-অর্চনা, ভজন ও লীলা-কীর্তন। ধর্মীয় আচার পালন শেষে বুধবার (৫ নভেম্বর) ভোরে পুণ্যার্থীরা সাগরের নোনা জলে স্নান শেষে নিজ নিজ গন্তব্যে রওনা দেন। তবে এ বছর ভিন্ন ধর্মাবলম্বী অথবা পর্যটকদের উৎসবে অংশগ্রহণের অনুমতি দেয়নি বনবিভাগ।

বিজ্ঞাপন

দুবলার চরের আলোরকোলে রাস উৎসব উদযাপন পরিষদের সভাপতি কামাল উদ্দিন আহমেদ জানান, বছরের পর বছর ধরে দুবলার আলোরকোলে হিন্দু ধর্মাবলম্বীদের রাস উৎসব হয়ে আসছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বীরা এ উৎসবে অংশগ্রহণ করে থাকেন।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এ সি এফ) রানা দেব বলেন, দুবলার চরের আলোরকোলে এবারের রাস উৎসব আনন্দমুখর শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবারের উৎসবে সবচেয়ে বেশি পুন্যার্থী অংশ নিয়েছেন। এদের সংখ্যা ১৩ হাজার ৫১৯ জন। রাস উৎসব শান্তিপূর্ণ করার জন্য বনরক্ষী, কোস্টগার্ড, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলস কাজ করেছেন।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার আবরার হাসান জানান, কঠোর নিরাপত্তার কারণে দুবলার চরে আগত পুন্যার্থীরা কোনো প্রকার দুর্ঘটনায় পড়েনি বা দস্যু বাহিনীর হাতে অপহরণ হয়নি। দস্যু দমনে তারা কঠোর হওয়ায় এমন উন্নত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।