Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুদের আলোকিত ভবিষ্যৎ নিয়ে রাইট টু গ্রো’র উদ্যোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৬:৩০

রাইট টু গ্রো-এর জাতীয় সমাপনী অনুষ্ঠান।

ঢাকা: ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য পুষ্টি, স্বাস্থ্য এবং ওয়াশ (পানি, স্যানিটেশন ও হাইজিন) খাতে উল্লেখযোগ্য বহুপাক্ষিক সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণে রাইট টু গ্রো-এর জাতীয় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) হোটেল লা মেরিডিয়ানে রাইট টু গ্রো কান্ট্রি কনসোর্টিয়ামের পক্ষ থেকে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এর নেতৃত্বে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা, জাতিসংঘ সংস্থা, বেসরকারি খাত, সিভিল সোসাইটি এবং কর্মসূচি এলাকাসমূহের কমিউনিটি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইদুর রহমান, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে রাইট টু গ্রো কান্ট্রি স্টিয়ারিং কমিটি ও কান্ট্রি ডিরেক্টরের চেয়ারপারসন ড. এ.টি.এম. তারিকুল ইসলাম, চেয়ারপারসন বলেন, ‘রাইট টু গ্রো দেখিয়েছে যে সরকার, সিভিল সোসাইটি এবং স্থানীয় কমিউনিটি একসাথে কাজ করলে শিশু ও মাতৃ পুষ্টি, স্বাস্থ্য এবং স্যানিটেশন উন্নয়নে টেকসই পরিবর্তন সম্ভব।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডব্লিউএএসএইচ (WASH)–পুষ্টি সেবা টেকসইভাবে সম্প্রসারণ ও শক্তিশালীকরণের জন্য বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। রাইট টু গ্রো কর্মসূচির সফল পদ্ধতি ও শিক্ষাগুলোকে সরকারি কাঠামো এবং কমিউনিটি নেতৃত্বাধীন স্থানীয় ব্যবস্থার সাথে প্রাতিষ্ঠানিকভাবে সংযুক্ত করা বাংলাদেশের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন।

দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল তিনটি মূল সেশন। উদ্ভোধনী পর্বে রাইট টু গ্রো প্রোগ্রামের যাত্রা, অর্জন ও শিক্ষণ তুলে ধরেন ইকবাল আজাদ, টিম লিড, রাইট টু গ্রো কনসোর্টিয়াম। প্রথম সেশনে প্রদর্শিত হয় ‘গতির উপর প্রভাব: পরিবর্তনের গল্প’ ভিডিও এবং একটি ইমপ্যাক্ট গ্যালারি প্রদর্শনী।

দ্বিতীয় পর্বে আলোচনার বিষয় ছিল ‘স্থানীয় সরকার পর্যায়ে বাজেট ও ব্যয় ব্যবস্থার প্রাতিষ্ঠানিকীকরণ’। আলোচনায় অংশ নেন প্রফেসর ড. সৈয়দ আবদুল হামিদ, ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্স, ঢাকা বিশ্ববিদ্যালয় ওসমান হারুনি, সিনিয়র পলিসি অ্যাডভাইজার, নেদারল্যান্ডস দূতাবাস, মো. এমতিয়াজুল হাসান মজুমদার, পিপিপি বিশেষজ্ঞ, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি, এ.এইচ.এম. খালেকুর রহমান, সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার, স্টোর সার্কেল-ঢাকা, ডিপিএইচই, মোহাম্মদ আকমল শরীফ, কান্ট্রি ডিরেক্টর, অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার, মোহাম্মদ মোনিরুল আলম, ডব্লিউএএসএইচ বিশেষজ্ঞ, ইউনিসেফ, ড. সালাহ উদ্দিন আহমেদ, অ্যাডিশনাল জিএম, স্টার নেটওয়ার্ক (এসএমসি)। সেশনটি পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর শুমন সেনগুপ্ত।

তৃতীয় পর্বের বিষয় ছিল ‘এলজিআই পর্যায়ে ওয়াশ-পুষ্টি বাজেট এবং ব্যয় ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিকীকরণ’। আলোচনায় অংশগ্রহণ করেন ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, পরিচালক, বিএনএনসি, মো. নাজমুল হুদা শামীম, যুগ্ম সচিব, এলজিডি, প্রশান্ত ত্রিপুরা, কান্ট্রি ডিরেক্টর, দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, চন্দন জেড. গোমেজ, সিনিয়র ডিরেক্টর অপারেশনস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ড. মো. মুহসিন আলী, জনস্বাস্থ্য ও পুষ্টিবিদ, মোহাম্মদ জোবায়ের হাসান, উপ নির্বাহী পরিচালক, মডারেটর: ড. মো. এনামুল হক, মহাপরিচালক, হেলথ ইকোনমিক্স ইউনিট।

বিকেলে অনুষ্ঠিত হয় সমাপনী অধিবেশন। এতে উপস্থিত ছিলেন পুষ্টি ও ওয়াশ খাতের বিভিন্ন পর্যায়ের উপকারভোগী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিভিল সোসাইটি নেতৃবৃন্দ এবং হেলথ প্রোমোশন এজেন্ট। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হিস এক্সেলেন্সি জোরিস ভ্যান বোমেল।

অনুষ্ঠানে ‘স্বীকৃতি ও প্রশংসা পুরষ্কার’ প্রদান করা হয়, যেখানে অংশীদার প্রতিষ্ঠান, স্থানীয় নায়ক এবং উদ্ভাবনমূলক কাজের জন্য কমিউনিটি চ্যাম্পিয়নদের সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিসেস আনেলিস কানিস, গ্লোবাল লিড, রাইট টু গ্রো কনসোর্টিয়াম ও কান্ট্রি ডিরেক্টর, দ্য হাঙ্গার প্রজেক্ট নেদারল্যান্ডস, মি. ওসমান হারুনি, সিনিয়র পলিসি অ্যাডভাইজার, নেদারল্যান্ডস দূতাবাস, ড. মো. রিজওয়ানুর রহমান, মহাপরিচালক, বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল, খন্দকার মো. নাজমুল হুদা শামীম, যুগ্ম সচিব, স্থানীয় সরকার বিভাগ, ড. বদিউল আলম মজুমদার, সদস্য, ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল, সুমন সেনগুপ্ত, কান্ট্রি ডিরেক্টর, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ; প্রশান্ত ত্রিপুরা, কান্ট্রি ডিরেক্টর, দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ; মোহাম্মদ আকমল শরীফ, কান্ট্রি ডিরেক্টর, অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার; চন্দন জে. গোমেজ, সিনিয়র ডিরেক্টর – অপারেশনস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এছাড়াও কনসোর্টিয়াম এবং অংশীদার সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ড. তারিকুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকল অংশীদারকে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সারাবাংলা/জিএস/এনজে