Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

স্পেশাল করেসপডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৯:৫৮

টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি: সারাবাংলা

বগুড়া: মাদকমুক্ত বাংলাদেশ গড়ার তারুণ্যের উৎসবে বাছাই করা সদস্যদের নিয়ে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বগুড়ায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে অনূর্ধ্ব-১৯ এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বগুড়া শাখার উদ্যোগে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে আয়োজন করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বগুড়ার উপ-পরিচালক মোহাঃ জিললুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।

গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মো. খুরশীদ আলম এবং র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অন্যান্য কমকর্তা-কর্মচারীবৃন্দসহ বগুড়ায় বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিনিধি ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর