Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় পিনাকী ভট্টাচার্যের বাড়ির সিঁড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

স্পেশাল করেসপডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ২২:০১

সন্ধ্যার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছবি: সংগৃহীত

বগুড়া: বগুড়া জিলা স্কুলের সাবেক শিক্ষক শ্যামল ভট্টাচার্য এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বাড়ির সামনের সিঁড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে কে বা কারা বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তার বাড়ির প্রবেশদ্বারের সিঁড়িতে পলিথিন পুড়িয়েছে। এই সময় শ্যামল ভট্টাচার্যের স্ত্রী বাড়িতে ছিলেন। এই ঘটনার পর পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এমন সংবাদ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, রাতে কে বা কারা বাড়িতে প্রবেশের পুরাতন সিঁড়িতে পলিথিনের ব্যাগ পুড়িয়েছে হয়েছে বলে মনে হচ্ছে।

বিজ্ঞাপন

বগুড়া জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর