রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনের সামনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে’ সংগীত বিভাগের শিক্ষার্থীদের আয়োজিত প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাবি শাখা একাত্মতা প্রকাশ করেছে।
বুধবার (৫ নভেম্বর) রাতে শাখা ছাত্রদলের সহ-দফতর সম্পাদক সিয়াম বিন আইয়ুবের সই করা এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
যৌথ বিবৃতিতে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম বলেন, ‘প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা একটি শিশুর মানসিক, শারীরিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য অপরিহার্য উপাদান। এই দুটি গুরুত্বপূর্ণ পদ বাতিলের সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থাকে একপেশে ও সংকীর্ণ করার অপচেষ্টা।’
তারা আরও বলেন, ‘সংগীত ও শারীরিক শিক্ষা, শিক্ষার অবিচ্ছেদ্য অংশ যা শিশুকে সৃজনশীল, মানবিক ও ভারসাম্যপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তোলে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাই দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহাল করতে হবে।’
বিবৃতিতে বলা হয়, ছাত্রদল সর্বদা শিক্ষা ও শিক্ষার্থীদের ন্যায্য দাবির পাশে ছিল এবং থাকবে। শিক্ষার গুণগত মান ও সার্বিক বিকাশে বাধা সৃষ্টি করে এমন যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব।
উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে সিনেট ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন। একই দাবিতে একইদিন বিকেল ৩টায় সংগীত ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ যৌথভাবে প্যারিস রোডে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন।